Header Ads

Header ADS

মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যা প্রয়োজন


মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, মদীনা, সৌদি আরব এ আবেদন করার পদ্ধতি ও করণীয়ঃ

মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় আবেদন করার জন্য প্রয়োজন-

✓ এইচএসসি/আলিম/সানুবীয়া/কুল্লিয়া(সমমান) পাশের সার্টিফিকেট ও মার্কশীট;
✓ এসএসসি/দাখিল পাশের সার্টিফিকেট ও মার্কশীট;
✓ হাফেজ হলে, হিফজ সার্টিফিকেট;
✓বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ;
✓ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/কমিশনার এর সার্টিফিকেট;
✓ পাসপোর্ট;
✓ তাজকিয়া বা সুপারিশ পত্র (মাদানী,অধ্যাপক,শিক্ষক, নির্ভরযোগ্য আলেম,ইসলামি বিভিন্ন সংস্থা প্রধান/সেক্রেটারি থেকে নিতে হবে।);
✓মেডিকেল ফিটনেস সার্টিফিকেট;
✓ নিজস্ব ই-মেইল ঠিকানা।

* নতুন মুসলিম হলে মুসলিম হওয়ার সার্টিফিকেট

***আবেদনের জন্য উল্লেখিত সকল কাগজের (পাসপোর্ট ব্যতীত) আরবীতে অনুবাদ নোটারীসহ ও মূল কাগজ স্ক্যান করে পাঠাতে হবে। ঢাকার দৈনিক বাংলা মোড়সহ বিভিন্ন স্থানে অনুবাদ সেন্টার রয়েছে,সেসব অনুবাদ সেন্টার থেকে কাগজগুলোর অনুবাদ করে নিতে হবে। এক্ষেত্রে তারা কাগজ প্রতি ৮০-১৫০ টাকা নিয়ে থাকে।

****সকল ক্ষেত্রে আপনার সার্টিফিকেট রেজাল্ট গোল্ডেন/এ+/এ গ্রেড থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে:

আপনার কম্পিউটার/ল্যাপটপ/মোবাইল থেকে করতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে স্ক্যান ফাইল যেন ২০০ কেবির বেশি না হয়।
আবেদনের লিংক -
بدأ التسجيل لغير السعوديين في الجامعة الإسلامية بالمدينة المنورة للعام الدراسي القادم 1442
بادر بالتسجيل
نسأل الله للجميع القبول
➖ ➖
لغير الناطقين اللغة العربية إفتح هذا الرابط

➖ ➖
لمتابعة إعلان فتح التسجيل في الجامعات الحكومية بالسعودية
تابع موقع :-
এই সাইট থেকে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যও জানা যাবে।
মদীনা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টসমূহ ★★
(ক) শরী'আহ-ফিক্বহ (সংযুক্ত ইসলামিক বিচার ব্যবস্থা)
(খ) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
(গ) আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
(ঘ) দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
(ঙ) কুল্লিয়াতুল লুগাহ -ভাষা শিক্ষা

★এসব বিষয় পড়ার জন্য আরবী ভাষা প্রয়োজন। তাই ভাষা শিক্ষার জন্য ২ বছরের কোর্স রয়েছে।

(চ) ইঞ্জিনিয়ারিং (সাইন্স)
(ছ) কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন
(জ) কুল্লিয়াতুল ঊলূম-বিজ্ঞান (ফিজিক্স,কেমিস্ট্রি,ম্যাথ)
★এসব বিষয় ইংলিশ ভাষাতে পড়ানো হয় এবং কিছু বিষয়ে আরবীতে পড়তে হয়।এক্ষেত্রেও ভাষা শিক্ষা কোর্স রয়েছে।
👉এছাড়াও আগামী শিক্ষা সেশন থেকে মেডিকেল বিষয় চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে,উপরে উল্লেখ করেছিলাম সানুবীয়া/কুল্লিয়া পাশ।এই সার্টিফিকেট হচ্ছে,সেসকল মাদরাসার সার্টিফিকেট, নিচে দেওয়া হলো,,,,
আমার জানা মতে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ১০টি মাদরাসার সাথে বিশেষ চুক্তি রয়েছে,আর এই চুক্তির ফলে উল্লেখিত মাদরাসা থেকে তারা উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী ছাত্রদের সুযোগ দিয়ে থাকেন।
একটি কথা বলতে হয়,আবেদন করলেই সুযোগ হবে এমন নিশ্চয়তা নেই,রিযক থাকতে হবে।তবে আবেদন করে অন্তত সুযোগ সৃষ্টি করতে হবে আপনাকেই।

কেন পড়তে যাবেন সেখানে?

✓বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ে মদীনা বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হয়।এখানে অনার্স/মাস্টার্স করে ব্রিটেন/ইউরোপ/আমেরিকা/অষ্ট্রেলিয়া ইত্যাদি দেশে মাস্টার্স/পিএইচডি করতে পারবেন।✓আল্লাহর রসূল সাঃ মদীনাকে ঈলম বা জ্ঞানের শহর বলেছেন।✓পড়াশোনার যাবতীয় মৌলিক প্রয়োজনগুলো বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ পূরণ করে তাই নিরবচ্ছিন্ন জ্ঞান অর্জনে এখানে আসবেন। ✓বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ শিক্ষক পাবেন।✓ বিশ্বের প্রায় ২০০ দেশের ছাত্ররা এখানে পড়াশোনা করে অর্থাৎ আপনি এখানে সকল দেশের সংস্কৃতির সাথে মিশতে পারবেন অর্থাৎ বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।✓এছাড়াও অনেক কথা বলা যায়।বাকীগুলো আপনিই খুজে নিন।✓মুসলিম হিসেবে ইবাদাতের শহর ও উমরাহ,হজ্জ্ব করার সেই সুবর্ণ সুযোগতো রয়েছেই।

#স্কলারশিপে যা পাওয়া যায়,,,

১. প্রতি মাসে ৮৪০ রিয়াল বৃত্তি।
২. উচ্চ মানসম্পন্ন ফ্রি আবাসন ব্যবস্থা।
৩. ডরমেটরিতে উচ্চ মানসম্পন্ন স্বল্প মূল্যে খাবার।(ইচ্ছে করলে নিজে রান্না করে খাওয়া যায়)
৪. টিউশন ফি, ভীসা ফী ও পরীক্ষার ফি মওকুফ।
৫. প্রতি বছর ছুটি কাটাতে দেশে আসার জন্য আপডাউন ফ্রি বিমান টিকেট।
৬. বিশ্ববিদ্যালয়ের খরচে হজ্জ করা।
৭. বাসস্থানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র।
৮. বিনামূল্যে বিভিন্ন কোর্সে অংশগ্রহণের সুযোগ।(মসজিদে নববীসহ বিভিন্ন স্থানে), শুধু তাই নয় প্রতিদিন ভার্সিটির বাসে বিনামূল্যে মসজিদে নববীতে যাওয়া - আসা করে সেখানে কোরআন, হাদিস সহ বিভিন্ন ক্লাসে অংশগ্রহণ করা যায়।
তথ্যসূত্র: সংগৃহীত ও পরিমার্জিত

No comments

Powered by Blogger.